২০১৯ সালের প্রথম ছবি হিসেবে ‘বীর’-এর কাজ দিয়ে শুটিং শুরু করবেন চিত্রনায়ক শাকিব খান। সেভাবেই এগুচ্ছেন এই অভিনেতা। তবে এবার জানা গেল ছবির নায়িকার নাম। ‘বীর’ চলচ্চিত্রে শাকিবের সঙ্গী হচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল বলেন, ‘ছবিটি ঘিরে আমরা নানা চমক রেখেছি, যা শিগগিরই ভক্ত ও দর্শকরা জানতে পারবেন। ছবিতে শাকিবের সঙ্গে জুটি বাঁধবেন বুবলী। ছবির নায়িকা হিসেবে সোহিনীও থাকবে। এবারই প্রথম বড় পরিসরে এ নায়িকাকে দেখা যাবে।’ মোহাম্মদ ইকবাল আরও জানান, আগামী ১২ জানুয়ারি বিএফডিসিতে ‘বীর’ ছবির শুটিং শুরু হবে। এরপর ১৭ জানুয়ারি তারা যাবেন রাঙ্গামাটিতে। টানা শুটিংয়ের মধ্য দিয়ে শিগগিরই ছবির কাজ শেষ করা হবে। ‘বীর’ ছবিটি গুণী নির্মাতা কাজী হায়াতের ৫০তম পরিচালনা হতে যাচ্ছে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন শাকিব খান ও তার বন্ধু মোহাম্মদ ইকবাল। এটি শাকিব-বুবলীর নবম ছবি। ছবিতে শাকিবের কণ্ঠে পুঁথি পাঠের আদলে একটি গানও শোনা যাবে বলে জানান মোহাম্মদ ইকবাল।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...