পুনরায় নির্বাচিত আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টা শুরু হয়ে এ সভা শেষ হয় দুপুর ১টায়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবারও সংসদ নেতা কে হলেন বা দলটি পরবর্তী যে কর্মসূচি তা নির্ধারণের বিষয়ে কিছু জানা যায়নি।সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর প্রথম এ সংসদীয় দলের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে সংসদ নেতা নির্বাচন করা হয়। বেসরকারি তথ্য অনুসারে, ফলাফল ঘোষণা হওয়া ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বে জিতে আসা মোট আসন সংখ্যা ২৮৮টি।