একইদিনে দুই বাংলায় জয়া

নতুন বছরে প্রেক্ষাগৃহের খাতা খুলছে আমদানিকৃত চলচ্চিত্রের মাধ্যমে। আগামীকাল মুক্তি পাবে অভিনেত্রী জয়া আহসান অভিনীত ও কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘বিসর্জন’। ছবিটির মুক্তি নিশ্চিত করেছেন এর আমদানিকারক মধুমিতা মুভিজের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।

চলচ্চিত্রটি শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতে। এই চলচ্চিত্রে অভিনয় করে জয়া আহসান কলকাতার জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় শীর্ষস্থান দখল করেন। ২০১৭ সালের ১৪ এপ্রিল পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া এ ছবির জন্যই প্রথম বাংলাদেশি হিসেবে জয়া পেয়েছেন ভারতের সম্মানজনক ফিল্মফেয়ার, জি সিনে, বিএফজিএ, ইন্টারন্যাশনাল বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ বাঙালি’সহ অসংখ্য পুরস্কার। ছবিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি ও আবির চট্টোপাধ্যায়। এদিকে একইদিন ভারতে মুক্তি পাচ্ছে বিসর্জন চলচ্চিত্রেরই সিক্যুয়েল ‘বিজয়া’। একই পরিচালক ও একই শিল্পীদের অভিনয়ে সমৃদ্ধ এই ছবিটি এখন টালিগঞ্জের অন্যতম আকাঙ্ক্ষিত ছবি। খুব শিগগিরই বাংলাদেশেও সাফটা চুক্তির আওতায় ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানালেন ছবির অভিনেত্রী জয়া আহসান। জয়া আহসান বলেন, ‘আমার অভিনয়জীবনে বিসর্জন ও বিজয়া বিশেষভাবে উল্লেখ করার মতো দুটি চলচ্চিত্র। এর আগে সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে যেসব চলচ্চিত্র মুক্তি পেয়েছে সেসব ছবিতে বাংলাদেশকে, বাংলার মানুষকে, মাটির গানকে তেমন একটা খুঁজে পাওয়া যায়নি। তবে বিসর্জন ও বিজয়া ছবিতে আমাদের শেকড়ের সন্ধান মিলবে। আমার শুভাকাঙ্ক্ষি-দর্শক যারা পদ্মা, গণেশ মণ্ডল ও নাসেরের গল্প বড়পর্দায় দেখবেন বলে এতদিন টিভিতে কিংবা অন্য কোনো মাধ্যমে বিসর্জন দেখেননি তাদের সবাইকে আগামীকাল থেকে আমার ছবিটি দেখার জন্য অনুরোধ করছি।’