এখনও শপথ নেননি এরশাদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্যরা। তবে এখনও শপথ নেননি জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় শপথ নেবেন তিনি। এর আগে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জাতীয় পার্টির সংসদ সদস্যদের শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  জাপার আগে স্পিকার ক্ষমতাসীন শরিক ওয়ার্কার্স পার্টি জাসদসহ স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথ পড়ান। আজ বেলা ১১টার দিকে শপথ অনুষ্ঠান শুরু হয়। শপথ অনুষ্ঠানের আগে থেকেই আওয়ামী লীগের নতুন সংসদ সদস্য এবং তাদের সমর্থকরা সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন। শপথ অনুষ্ঠানের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথ নেন। পরে একযোগে সবাইকে শপথ পাঠ করান তিনি। তবে বিএনপি ও গণফোরাম আজ শপথ নিতে জাতীয় সংসদ ভবনে আসেনি।