শুধু গান গেয়েই নয়, মিউজিক ভিডিওতে মডেল হয়েও আলোচনা সৃষ্টি করেছেন আসিফ আকবর। তার অভিনয় শ্রোতাদের মন কেড়েছে। গানের যুবরাজ আসিফ আকবর এ বছর ঘোষণা দিয়েছিলেন ১০০ গান শ্রোতাদের উপহার দেবেন। তিনি কথা রেখেছেন। একের পর এক গান উপহার দিয়েছেন শ্রোতাদের। বছরের শুরুতেই প্রকাশ করে ‘ফু’ শিরোনামের গান। এর পর ‘আগুন পানি’, ‘একটা গল্প ছিল’, কনার সঙ্গে দ্বৈত গান ‘মুছে দেব কান্না তোমার’, জেমির সঙ্গে দ্বৈত ‘দুই দু’বার’, ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ‘যেখানেই থাকো ভালো থেকো’সহ বেশ কিছু গান উপহার দিয়েছেন শ্রোতাদের। যুবরাজ আসিফ আকবর দুরন্তগতিতে ছুটছেন। ২০১৮ সালের সংগীত ছিল আসিফময়। গান প্রকাশের দিক দিয়ে তিনিই হয়েছেন প্রথম।শাকিব খাননামের প্রতি গত বছর মোটেও সুবিচার করতে পারেননি ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান। তবে বাবা হিসেবে অনেক আলোচনার জন্ম দিয়েছেন এই নায়ক। পুত্র আবরাম খানকে নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। এ ছাড়া সাংবাদিক মারধরের কারণেও সমালোচনায় বিদ্ধ হন শিল্পী সমিতির সাবেক এ নেতা। এ ছাড়া ঢালিউডের পাশাপাশি টালিউডের ছবি নিয়েও খবরে ছিলেন তিনি। বাংলাদেশ ও ভারতের কলকাতায় শাকিব অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘নাকাব’। মুক্তির পর দর্শকপ্রিয় হয়েছিল ‘সুপার হিরো’, ‘ভাইজান এলো রে’ ছবিগুলোও।জয়া আহসাননায়িকা থেকে প্রযোজক। অভিনেত্রী থেকে অর্থলগ্নিকারী। সব ভূমিকাতেই সফল জয়া আহসান। ২০১৮ সাল এ যেন নিজেকে ছাড়িয়ে গেছেন অনিন্দ্য সুন্দর এই নায়িকা। এখানেই থেমে যাবেন না। প্রযোজনায় নতুন মাত্রা যোগ করবেন। সবচেয়ে আলোচিত অভিনেত্রী জয়া আহসান। এক ‘দেবী’ দিয়ে পুরো বছরই তিনি ছিলেন আলোচনায়। অনম বিশ্বাস পরিচালিত হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবী’ মুক্তি পেয়েছে ১৯ অক্টোবর। ছবি মুক্তির আগেই রাজধানীর বেশ কয়েকটি সিনেমা হলে ‘দেবী’র অগ্রিম টিকিটের জন্য হুল্লোড় পড়ে গেছে।সিয়াম আহমেদগত বছরের সবচেয়ে আলোচিত নায়ক সিয়াম আহমেদ। যদিও এখনো অনেকে তাকে নাটকের মানুষই মনে করেন। কিন্তু পোড়ামন ২ ও দহন ছবি দুটি মুক্তির পরই তাকে নিয়ে শুরু হয় হৈ-হুল্লোড়। অনেকেই বলেছেন আগামীতে তিনিই হাল ধরবেন চলচ্চিত্রের।আরমান আলিফএকটি গান শুধু ভাইরাল হয়েই বিশ্ব তালিকায় স্থান করে নেয়। ‘অপরাধী’ শিরোনামের এ গানটি বছর শেষে এসে ২০ কোটি ভিউ! অনলাইন যুগে বাংলা গানের সব রেকর্ড ভেঙে দিয়েছে অপরাধী। ভিউয়ের দৌড়ে আরমান আলিফই প্রথম। শুধু অপরাধী নয়, অপরাধী গানের স্রোতে আরমান যে কয়টি গান প্রকাশ করেছেন, তার সব কটিরই হয়েছে কোটি কোটি ভিউ।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...