বিরোধী দল সংসদে থাকুক জনগণ তা চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। জাতীয় সংসদ ভবনে আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সংসদীয় দলের প্রথম সভা শেষে এ কথা বলেন তিনি। রাঙ্গা বলেন, ‘জাপা মহাজোটে ছিল, আছে, থাকবে। তবে জনগণ চায় না বিরোধী দল সংসদে থাকুক। ৩০০ আসনের মধ্যে ২৮৮ টি আসন মহাজোট পেয়েছে। ২৮৮ টিতেই মানুষ ভোট দিয়েছে মহাজোটের পক্ষে। সুতরাং আপনাদের ধরে নিতে হবে মানুষ বড় ধরনের কোনো বিরোধী দল চায় না।’ মানুষ সরকারের ওপর সন্তুষ্ট বলেই মহাজোটকে ভোট দিয়েছে উল্লেখ করে জাপা মহাসচিব বলেন, ‘সরকার বা বিরোধী দল কোথাও থাকতে আমাদের আপত্তি নেই। আমাদের সংসদ সদস্যদের সিদ্ধান্ত এলাকার উন্নয়নের জন্য সবাই মহাজোটে থাকতে আগ্রহী।’ এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তবে এখনও শপথ নেননি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...