ভারতের বন্দী জীবন শেষে দেশে ফিরল ৪ শিশু-কিশোর

ভারতে দুই থেকে আড়াই বছর আটক থাকার পর দেশে ফিরেছে বাংলাদেশের চার শিশু-কিশোর। আজ  বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দিনাজপুরে হিলি চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় অভিবাসন পুলিশ। জানা যায়, ভালো বেতনে কাজ দেওয়ার কথা বলে দালালের মাধ্যমে বাংলাদেশি এই শিশু-কিশোররা ভারতে পাড়ি জমায়। পরে সেখানে গিয়ে আটক হয় তারা। ভারতের পশ্চিম বঙ্গের বালুরঘাট শোভায়ন হোমে তাদেরকে দুই থেকে আড়াই বছর আটক রাখা হয়। দেশে ফিরে আসা এসব শিশু-কিশোরা হলো, কুমিল্লার লাকসাম থানার গাজীমুড়া গ্রামের জামিল হোসেন কাবিলার ছেলে জাফর ইকবাল, জয়পুরহাট জেলার নিত্তিপাড়া গ্রামের মৃত মজিবর মার্ডির ছেলে জহন মার্ডি, কক্সবাজারের চকরিয়া থানার আবু বক্কর সিদ্দিকের ছেলে রবিউল আলম ও জামালপুর জেলার মেলান্দহ থানার উদনাপাড়া গ্রামের হাসান মাহমুদের ছেলে মেহেদী হাসান। হিলি চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর সবুর বলেন, ‘অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারা আইনশৃংখলা বাহিনীর হাতে ধরা পড়ে। আজ তারা দেশে ফিরে এসেছে।’