মেহেরপুরে বন্দুকযুদ্ধে ‘মাদক বিক্রেতা’ নিহত

মেহেরপুর সদর উপজেলায় দুই দল ‘মাদক বিক্রেতার’ বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাত আড়াইটার দিকে এ বুড়িপোতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, উপজেলার বুড়িপোতা গ্রামে গুলির শব্দ শুনে একদল টহল পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালিয়ে গেলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি ওয়ানশ্যুটার গান ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।