শপথ নিয়ে যা বললেন তরুণ এমপিরা

একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ গ্রহণ শেষে সাক্ষাৎকারে সংসদীয় গণতন্ত্রের ধারা এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যাক্ত করেছেন। একই সঙ্গে তারা নিজ নিজ এলাকার মানুষের জীবনমান উন্নয়ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূচিত অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শামিল হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।শপথ নেওয়ার পর তরুণ সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেন, ‘আমার সবচেয়ে বড় কাজ হবে যা শপথ গ্রহণ করলাম তা অক্ষরে অক্ষরে পালন করা।’ তরুণ প্রজন্মকে নিয়ে বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহি বি. চৌধুরী বলেন, ‘তরুণ প্রজন্মের কিছু চিন্তা ভাবনা রয়েছে সেগুলোকে আইনের মাধ্যমে নিয়ে আসা। আইন প্রণয়নের ক্ষেত্রে একটা বড় ভূমিকা তরুণদের পক্ষ থেকে ভালো করবো।’ সংগীত শিল্পী মমতাজ বেগম বলেন, ‘মানুষের সাথে জনগণের সাথে থাকতে চাই। কারণ আমি শিল্পী হিসেবেও জনগণের শিল্পী। কাজের ক্ষেত্রেও আমি বলবো জনগণের এমপি।’