একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে এমপি হিসেব শপথ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম দিন সংসদে গিয়ে জানান এলাকার উন্নয়নেই বেশি নজর দেবেন তিনি।আজ বৃহস্পতিবার সকালে সংসদ সচিবালয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আজ পাজামা-পাঞ্জাবির সঙ্গে মুজিব কোট পড়েছিলেন তিনি।এ সময় মাশরাফি বলেন, ‘আমার নিজ এলাকার উন্নয়নে আমি সবচেয়ে বেশি নজর দেব। কারণ, এলাকাবাসী আমাকে স্বতঃস্ফূর্তভাবে বিপুল ভোটে বিজয়ী করেছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ যাতে বিশ্বে সেরা ক্রিকেট দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে সে জন্য আমি একজন আইনপ্রণেতা হিসেবে চেষ্টা চালিয়ে যাব।’প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন (নড়াইল-লোহাগড়া) থেকে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়।অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্ট সমর্থিত অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ ৭ হাজার ৮৮৩ ভোট পেয়েছেন।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...