জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাপা মহাজোটে থাকবে নাকি বিরোধী দলে যাবে সে সিদ্ধান্ত হবে আজ বৃহস্পতিবার। দেশ ও মহাজোটের স্বার্থ বিবেচনায় রেখে পার্টির সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে প্রেসিডিয়াম ও পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।জিএম কাদের বলেন, মহাজোটে আলাপ-আলোচনা হবে। কারণ আমরা মহাজোটে ছিলাম, মহাজোটের শরিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন করেছি। আমাদের লক্ষ্য এবং কথা ছিল অভিন্ন, তাই আলাপ-আলোচনার মধ্য দিয়েই সব সিদ্ধান্ত হবে। জিএম কাদের বলেন, সভায় জাতীয় পার্টির শীর্ষ নেতারা দেশের সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক কর্মকা- পর্যালোচনা করেছেন।সভা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয় পার্টি এখন দেশের দ্বিতীয় বৃহত্তম দল। দলকেআরও শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলেও জানান। তিনি বলেন, পার্টির সংসদীয় দলের সদস্যরাই মহাজোটের সঙ্গে আলোচনা করে সংসদে দলের ভূমিকা নির্ধারণ করবেন।জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, গোলাম কিবরিয়া টিপু, আবুল কাশেম, মুজিবুল হক চুন্নু, মাহমুদুল ইসলাম চৌধুরী, শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম, সৈয়দ আবদুল মান্নান, ফখরুল ইমাম, সালমা ইসলাম, প্রফেসর মাসুদা এম রশীদ চৌধুরী, মাসুদ পারভেজ সোহেল রানা, নূর-ই হাসনা লিলি চৌধুরী, হাবিবুর রহমান, এসএম ফয়সল চিশতী, আজম খান, এটিইউ তাজ রহমান, আতিকুর রহমান আতিক, হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, লে. জে. (অব) মাসুদ উদ্দিন চৌধুরী প্রমুখ।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...