‘অবশেষে তিনি হার মেনেছেন’

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুর কাছে পরাজিত হয়েছেন, এখানে অবধারিত মৃত্যুরই জয় হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় তিনি এমন মন্তব্য করেন। সদ্য প্রয়াত বর্ষীয়ান রাজনৈতিবিদ সৈয়দ আশরাফের মৃত্যু গভীর শোক ও স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, ‘অবশেষে তিনি হার মেনেছেন। অবধারিত মৃত্যুই এখানে জয় হলো, পরাজিত হলেন আমাদের পার্টির দীর্ঘদিনের একজন কমিটেড লিডার, একজন ডায়নামিক লিডার,একজন সৎ ও পরিচ্ছন্ন পলিটিশিয়ান সৈয়দ আশরাফুল ইসলাম।’এ সময় সৈয়দ আশরাফের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, ‘আজ এই যৌথসভার শুরুতেই তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি। পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’ এ সময় যৌথসভায় উপস্থিত সবাই দাঁড়িয়ে সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।