ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কাক্কর হতাশায় ভুগছেন! গতকাল শুক্রবার ইন্সটাগ্রামে নিজেই এ কথা জানিয়েছেন তিনি। নেহা বলেন, ‘হ্যাঁ আমি হতাশায় ভুগছি। পৃথিবীর সব নেতিবাচক মানুষকে ধন্যবাদ। আপনারা আমায় জীবনের সব থেকে খারাপ দিন দেখালেন। অভিনন্দন, আপনারা সফল।’ নেহা কাক্কর আরেকটি লেখায় স্পষ্ট করে দিয়েছেন, ‘এই পোস্টটি বিশেষ কারো জন্য নয়। এই পৃথিবী আমায় ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতে দিচ্ছে না। যারা আমাকে বা আমার কাজকে ভালোবাসেন তাদের ধন্যবাদ। কিন্তু আমি কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি না জেনে যারা আজেবাজে কথা বলছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমায় নিজের মতো থাকতে দিন। আমাকে আমার মতো করে বাঁচতে দিন।’ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক খবরে বলা হয়, সম্প্রতি অভিনেতা হিমানীশ কোহলিকে আনফ্রেন্ড করে ট্রেন্ডিং লিস্টে জায়গা করে নেন নেহা কাক্কর। গত বছরই তারা নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন ইন্ডিয়ান আইডল টেনের সেটে। নেহা কক্কর ‘দিলবর রিডাক্স, মানালি ট্রান্স, কালা চশমা’র মতো গান গেয়ে বিখ্যাত। তিনি অনেকগুলি রিয়্যালিটি শোর বিচারক হিসাবেও কাজ করেছেন। নেহার শেষ গান আঁখ মারে মিউজিক চার্টের এক নম্বরে ছিল কয়েক দিন আগেই।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...