মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডের সামনে প্রস্তুত রাখা হয়েছে পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান। আগামী ১৫ জানুয়ারির মধ্যে এটি বসানো হবে বলে জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম। তিনি জানান, স্প্যানটি শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তে বসানো হবে। ওই প্রান্তে তীরের দিকে এটিই হবে শেষ স্প্যান। এ ছাড়া মাওয়া প্রান্তে স্প্যান স্থাপনের কাজ চলছে।জানা গেছে, সেতুর ৩৭ ও ৩৬ নম্বর পিলারের ওপর বসবে ষষ্ঠ স্প্যানটি। এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান, ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর দ্বিতীয় স্প্যান, ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর তৃতীয় স্প্যান, ১৩ মে ৪০ ও ৪১ নম্বর পিলারের ওপর চতুর্থ স্প্যান এবং সবশেষ গত ২৯ জুন ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর পঞ্চম স্প্যান বসানো হয়। ইতোমধ্যে পদ্মা সেতুর ৭৫০ মিটার দৃশ্যমান হয়েছে। ছয় মাস পর বসতে যাওয়া ষষ্ঠ স্প্যান যোগ হলে দৃশ্যমান হবে ৯০০ মিটার।আরও জানা গেছে, কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে আরও স্প্যান প্রস্তুত করার কাজ বেশ দ্রুত এগিয়ে চলছে। পাঁচটি স্প্যানের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। চলতি মাসের মধ্যে এসব স্প্যান প্রস্তুত হয়ে যাবে এবং আগামী কয়েক মাসের মধ্যে এগুলো বসানো হবে। আপাতত জাজিরা প্রান্ত থেকে স্প্যান বসানোর কাজ চলবে। ৬ ও ৭ নম্বর পিলার নির্মাণ কাজ শেষ না হওয়ায় মাওয়া প্রান্তে স্প্যান বসানো হচ্ছে না। এ দুটি পিলারের কাজ শেষ হলে মাওয়ায় স্প্যান বসানো শুরু হবে। তবে মাঝ নদীতে ১২ ও ১৩ নম্বর পিলার দুটি প্রস্তুত করে রাখা হয়েছে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...