তার হাতে আছে সাফল্যের ‘জিয়নকাঠি’! তাই তো বাংলাদেশের সফল অধিনায়কের তকমা লেগেছে গায়ে। ভারতের আইপিএলের আদলে বাংলাদেশে শুরু হওয়া বিপিএলেও তিনি একের পর ক্যারিশমা দেখিয়েছেন। যে দলকে নেতৃত্ব দিয়েছেন সে দলই পেয়েছে শিরোপার স্বাদ! বলছিলাম মাশরাফি বিন মুর্তজার কথা। জাতীয় দলের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগেরও (বিপিএল) সফল অধিনায়ক তিনি।আওয়ামী লীগ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন নিজের জন্মস্থান নড়াইল-২ আসন থেকে। ভোটের পর এবার বিপিএলে শিরোপা ধরে রাখার লড়াইয়ে আজ মাঠে নামছেন মাশরাফি। উদ্বোধনী ম্যাচে জয় ভিন্ন অন্য কিছুই ভাবছেন না রংপুরের অধিনায়ক।প্রতীক্ষার প্রহর শেষ। আজ থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের ষষ্ঠ আসর। উদ্বোধনী দিনেই মাঠে নামছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা সাড়ে ১২টায় শুরু হওয়া ম্যাচে মাশরাফিদের প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস।বিপিএলের গত পাঁচ আসরের মধ্যে চারবারই শিরোপা জয়ের স্বাদ পেয়েছে মাশরাফির দল। প্রথম দুই আসরে ‘নড়াইল এক্সপ্রেস’ খেলেছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। তৃতীয় ও পঞ্চম আসরে মাশরাফি খেলেন কুমিল্লা ও রংপুরের জার্সিতে। মাঝখানে চতুর্থ আসরের শিরোপা জিতে নেয় সাকিব আল হাসানের ঢাকা ডায়নাইমাইটস। গত আসরের চ্যাম্পিয়ন দল রংপুর। আজ থেকে শুরু হওয়া ষষ্ঠ আসরে শিরোপা ধরে রাখাটাই তাদের বড় চ্যালেঞ্জ। অবশ্য শক্তিশালী দলই গঠন করেছে রংপুর। এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, ওশানে থমাসের মতো ক্রিকেটার রয়েছেন দলে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রংপুরের অধিনায়ক মাশরাফি বললেন, ‘আমাদের দলটা ভালো। ভারসাম্যপূর্ণ। আগেরবার চ্যাম্পিয়ন হয়েছি। সবার প্রত্যাশা তো থাকেই। আমি মনে করি গতবারের চেয়ে এবার আমাদের দল আরও ভালো। আমরা আত্মবিশ্বাসী। তবে এটাও মনে রাখতে হবে নতুন টুর্নামেন্ট। আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ।’প্রতিপক্ষ চিটাগং ভাইকিংসকে সমীহ করছেন মাশরাফি। ২০ ওভারের ক্রিকেটে কোনো দলই তো ফেভারিট না। ২২ গজের ময়দানি যুদ্ধে যে দল ভালো খেলবে তারাই জিতবে। মাশরাফি তা জানেন। তাই তো বলছেন, আমাদের ভালো খেলতে হবে। রংপুরের অধিনায়ক বলেন, ‘প্রথম ম্যাচ সব দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এই ফরম্যাটের ক্রিকেটে ১-২ জন ক্রিকেটার ম্যাচ বদলে দেন। নিদাহাস ট্রফির কথা চিন্তা করেন, মুশফিক একা একটা ম্যাচ জিতিয়েছে। আপনি খুব ভালো দল নিয়ে টুর্নামেন্ট বা পারটিকুলার ম্যাচ জিতবেন, এটা আশা করা ভুল। ওদের দলও অনেক শক্তিশালী। একই সঙ্গে বলব, যে সাতটা দল আছে, হয়তোবা ১৯-২০ আরকি। খুব বড় পার্থক্য পাওয়া খুব কঠিন।’টুর্নামেন্টে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, ডি ভিলিয়ার্সের মতো বিশ্বমানের ক্রিকেটার খেলছেন। নিঃসন্দেহে বিপিএলের গ্রহণযোগ্যতা বাড়বে। মাশরাফিও এমনটা মনে করেন। তিনি বলেন, ‘এবার কিছু ভালো খেলোয়াড় এসেছে। আগেরবার যারা এসেছে তার থেকে কোয়ালিটি এবং বিশ্বক্রিকেটের ইনফর্মড প্লেয়ার এখন আছে। টুর্নামেন্টের গ্রাফটা ওপরের দিকে যাবে বলে আশা করি।’ক্রিকেটার পরিচয়ের পাশাপাশি মাশরাফির পরিচয় এখন এমপি (মেম্বার অব পার্লামেন্ট)। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবার আজ মাঠে নামবেন ‘নড়াইল এক্সপ্রেস’। অনুভূতি জানাতে গিয়ে মাশরাফি বলেন, ‘অ্যাজ ইউজুয়াল। আমি একজন খেলোয়াড় হিসেবেই এখানে পরিচিত এবং মাঠেও নামছি খেলোয়াড় হিসেবে, সংসদ সদস্য হিসেবে নয়। আই হোপ দ্যাট ইউ গাইজ উইল ট্রিট মি দ্য সেইম ওয়ে।’
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...