দায়িত্ব নিলেন স্থানীয় এমপি, আজ যাচ্ছেন ফখরুলরা

নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার সেই নারীর যাবতীয় চিকিৎসা ব্যয়, আইনি সহায়তা ও পরিবারের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। গতকাল বিকালে তার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ভুক্তভোগী নারীর সঙ্গে দেখা করে এ ঘোষণা দেয়। এদিকে খোঁজখবর নিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ১৫ সদস্যের প্রতিনিধি দল আজ নোয়াখালী যাচ্ছে।আমাদের নোয়াখালী প্রতিনিধি জানান, গতকাল বিকালে স্থানীয় এমপি একরামুল করিম চৌধুরীর পক্ষ থেকে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নোয়াখালী জেনারেল হাসপাতালে ভুক্তভোগী নারীর সঙ্গে দেখা করে। তারা ওই নারী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে ওই গৃহবধূকে আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল মমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু ও জেলার উপ-দপ্তর সম্পাদক মোজাম্মেল হক মানিক।এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেন, ‘এমপি একরামুল করিম চৌধুরী নির্যাতিতার চিকিৎসা, পুনর্বাসনসহ সার্বিক দায়িত্ব নিয়েছেন। এটা দলের কোনো বিষয় নয়, অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’ এদিকে গণধর্ষণের শিকার ওই নারীকে দেখতে নোয়াখালী যাচ্ছেন বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। তারা চিকিৎসাধীন ওই নারীকে দেখে স্থানীয় বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে থাকবেন জেএসডির আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রমুখ।এ ছাড়া বিএনপি নেতাদের মধ্যে আগে থেকেই নোয়াখালীতে অবস্থান করছেন বিএনপির  কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ, বরকত উল্লাহ বুলু, মো. শাজাহান ও জয়নাল আবেদীন ফারুক। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার। সর্বোচ্চ শাস্তি দাবি বাম জোট ও নাগরিক সমাজের গণধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা করে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা। পরে তারা সাংবাদিকদের জানান, জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য শুভ্রাংশ চক্রবর্তী, বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশিদ ফিরোজ প্রমুখ। এদিকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে গতকাল শুক্রবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। একই দাবিতে মানববন্ধন করেছে ‘যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোট’। গতকাল বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে হওয়া এ মানববন্ধনে বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী, সচেতন নাগরিক ও বিশ^বিদ্যালয়গুলোতে অধ্যয়নরত নোয়াখালীর শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বেলা ১১টায় ঢাবির রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে জাসদ ছাত্রলীগ।