পুলিশ বলছে আত্মহত্যা, মায়ের দাবি হত্যা!

টাঙ্গাইলের দেলদুয়ারে নূরনবী শিকদার (২৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার আটিয়া ইউনিয়নের গোমজানি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের মা লাইলি বেগম বলেন, ‘গত মাসে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি গ্রামের ছোরহাবের মেয়ে কল্পনার (২২) সঙ্গে আমার ছেলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমাদের ও ছেলের সঙ্গে কল্পনা খুব একটা কথা বলতেন না। আমার ছেলেকে গত রাতে ঘুমন্ত অবস্থায় ফাঁস দিয়ে মেরে ফেলা হয়েছে। আমি এর বিচার চাই।’ দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূঁইয়া বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে মর্গে পাঠানো হয়েছে।