ফখরুলের বক্তব্য ‘ব্যর্থ’ রাজনীতিবিদের অসংলগ্ন সংলাপ : কাদের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ব্যর্থ রাজনীতিবিদদের অসংলগ্ন সংলাপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু দলের সহযোগী সংগঠনের সঙ্গে সম্পাদকমণ্ডলীর যৌথসভা শেষে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মানুষের কাছে তারা অনেক বলেছে। এখন বিদেশিদের কাছে তারা নালিশ করেছে। আর মির্জা ফখরুল যেসব কথাবার্তা বলছেন এটা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ একজন রাজনীতিবিদের অসংলগ্ন সংলাপ। ’ অশুভ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ সভাপতির অবস্থানের কারণে অবিস্মরণীয় জয় এসেছে। এ কারণে আগামী ১৯ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় উদযাপন করা হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।  এর আগে সভার শুরুতে সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।