বিপিএল উন্মাদনা শুরু

আজ শুরু বিপিএল উন্মাদনা। চার-ছক্কার ধুন্ধুমার ক্রিকেট লড়াইয়ে প্রস্তুত মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে মাঠে নামার অপেক্ষায় দলগুলো। বসে নেই ক্রিকেটপিপাসু দর্শক-সমর্থকও। প্রিয় দলের খেলা দেখতে ইতোমধ্যে টিকিট সংগ্রহ করেছেন তারা।এবারের আসরে শিরোপা লড়াইয়ে থাকছে সাত ফ্র্যাঞ্চাইজি- ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স, খুলনা টাইটান্স, রাজশাহী কিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগং ভাইকিংস ও সিলেট সিক্সার্স। তিন ভেন্যু- ঢাকা, সিলেট ও চট্টগ্রামে হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। বিপিএলের ষষ্ঠ আসরের প্রথম দিনই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফি বিন মুর্তজার রংপুর। যেখানে তাদের প্রতিপক্ষ মুশফিকের চিটাগং।মিরপুর স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি। একই দিন তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা লড়বে চতুর্থ আসরের (২০১৬ সালে) রানার্সআপ রাজশাহীর বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বিকাল ৫টা ২০ মিনিটে।দেশি-বিদেশি ক্রিকেট তারকাদের পদচারণায় মুখরিত এখন হোম অব ক্রিকেট মিরপুর। টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত এ যাত্রা অব্যাহত থাকবে সেটি বলাই যায়। গত কয়েক দিন এসব তারকা কঠোর অনুশীলন করেছেন। মাঠে এখন নৈপুণ্য প্রদর্শনের অপেক্ষায় তারা। বিপিএলে এতদিন তামিম, সাকিব, মুশফিক, মাশরাফি, মোস্তাফিজদের সঙ্গে আলো ছড়িয়েছেন বিদেশি শহীদ আফ্রিদি, ক্রিস গেইল, ড্যারেন স্যামিরা।তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অস্ট্রেলিয়ার দুই মহাতারকা ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। সিলেটের হয়ে ওয়ার্নার, কুমিল্লার জার্সিতে দেখা যাবে স্মিথকে। ঢাকায় পা পড়েছে ওয়ার্নারের। স্মিথ এসেছেন গতকাল। পুরো টুর্নামেন্টে দুই তারকা থাকছেন বলে নিশ্চিত করেছে তাদের ফ্র্যাঞ্চাইজি। ওয়ার্নার-স্মিথে চোখ এখন গণমাধ্যমগুলোর। দর্শক-সমর্থকের আগ্রহের কেন্দ্রেও। বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে এ দুজন আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আছেন বছর হতে চলল। এর মধ্যে প্রথমবার বিপিএলে খেলতে এসেছেন দুই অস্ট্রেলিয়ান। কেমন খেলেন সেদিকেই দৃষ্টি সবার।আলাদা দৃষ্টি থাকবে মাশরাফির দিকেও। গত পাঁচ আসরের মধ্যে চারবারই চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন। বিপিএলে মাশরাফির দল ‘চ্যাম্পিয়ন’ এটি তো নিয়মসিদ্ধ! মাশরাফি মাঠে থাকা মানেই বাড়তি আকর্ষণ। সেই আকর্ষণে ভিন্নমাত্রা যোগ হয়েছে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে।জনপ্রতিনিধি হিসেবে বিপিএলই হচ্ছে মাশরাফির প্রথম প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক টুর্নামেন্ট। মাঠের মাশরাফি একজন পরীক্ষিত যোদ্ধা, সফল নেতা। মাঠে ‘এমপি’ মাশরাফি কেমন, সেটি নিশ্চয়ই দেখতে মুখিয়ে তার অগণিত ভক্ত-সমর্থক!