নবম জাতীয় সংসদে চাঁদপুর থেকে দুজন পূর্ণ মন্ত্রী ছিলেন। তাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। অন্যজন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। পরে দশম সংসদে এই জেলা থেকে একমাত্র মন্ত্রী ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।সবশেষ একাদশ সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভায় আবার কে বা কারা আসছেন-তা নিয়ে কয়েকদিন থেকেই আলোচনা চলছে। চাঁদপুরে এই আলোচনায় যাদের নাম রয়েছে তারা হলেন, চাঁদপুর-৩ আসন থেকে নির্বাচিত সাংসদ ডা. দীপু মনি ও চাঁদপুর-৪ আসন থেকে নির্বাচিত জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান। এবারের মন্ত্রীসভায় এই দুজনকে মন্ত্রী হিসেবে দেখতে চান চাঁদপুরবাসী।চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য আইয়ুব আলী বেপারী বলেন, ডা. দীপু মনি তার পরিচ্ছন্ন রাজনীতির কারণে ইতিমধ্যে চাঁদপুরবাসীসহ সারা দেশের মানুষের মনে স্থান করে নিয়েছেন। আমি মনে করি, তিনি আমাদের চাঁদপুরবাসীর গর্ব। তাই আশা করছি, প্রধানমন্ত্রীও তাকে মূল্যায়ন করবেন।আইয়ুব আলী বেপারী আরও বলেন, সাংবাদিক শফিক আওয়ামী লীগের পরীক্ষিত সৈনিক। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী পরিবারের ঘনিষ্ঠজন। বিশেষ করে প্রধানমন্ত্রীও তাকে অনেক পছন্দ করেন। তাই তারা চান, সাংবাদিক শফিক পূর্ণ মন্ত্রী হয়ে চাঁদপুরের মানুষের সেবা করুক।এ বিষয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, ডা. দীপু মনি আগেও একজন সফল এবং দক্ষ মন্ত্রী ছিলেন। সুতরাং এবারও সেই ঐতিহ্য রক্ষা করে জননেত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রী করবেন। অন্যদিকে, মুহাম্মদ শফিকুর রহমানও প্রধানমন্ত্রীর আস্থাভাজন এবং গণমাধ্যম ও সাংবাদিকদের আপনজন। তাই শফিক ভাইকে মন্ত্রী করা হলে নতুন মন্ত্রিসভার ইমেজ বৃদ্ধি পাবে। তাই আমরা আশা করছি, এ দুজনকে মন্ত্রিসভায় স্থান দেবেন জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...