বিচ্ছেদ হয়েছে আজ থেকে আট বছর আগে। এরপরও যেনো প্রাক্তন প্রেমিকা দীপিকার সঙ্গে স্বাভাবিক হতে পারছেন না রণবীর কাপুর। তাইতো দীপিকার ও রণবীর সিংয়ের মুম্বাই রিসেপশনে হাজির হননি তিনি। ‘প্রাক্তন’ রণবীরের না আসা নিয়ে এবার মুখ খুলেছেন দীপিকা নিজেই। ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, গত ১ ডিসেম্বর মুম্বাইতে এক আলিশান রিসেপশন পার্টির আয়োজন করেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সে অনুষ্ঠানে বলিউডের ছোট বড় জনপ্রিয় সব তারকারা আসলেও বাদ পড়েছেন রণবীর কাপুর ও তার বর্তমান প্রেমিকা আলিয়া ভাট। উপস্থিত থাকা নিয়ে রণবীর-আলিয়া জানিয়েছিলেন, তারা অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মস্ত্র’ ছবির জন্য টানা ২০ ঘণ্টা শ্যুটিং করার জন্যই সেখানে উপস্থিত থাকতে পারেননি। যদিও রণবীর-আলিয়ার এই কারণকে মোটেও স্বাভাবিকভাবে নিচ্ছেন না বিটাউনের অনেকেই। সম্প্রতি এ বিষয়ে ‘ফিল্মফেয়ার’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা জানান, ‘রণবীরের (কাপুর) সঙ্গে আমার আর কথা হয়নি। ওর সঙ্গে আমি আমার রিসেপশনের আগেই কথা বলেছিলাম, তারপর আর কথা হয়নি। তবে আমার রিসেপশনে রণবীরের না আসায় আমি বিন্দুমাত্র অবাক হইনি। ওর সঙ্গে আমার একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা অনেক কিছুই না বললেও বুঝে যাই।’ এক সময় রণবীর কাপুরের প্রেমে হাবুডুবু খান দীপিকা। রণবীরকে বিয়ে করার জন্য নাকি তিনি ক্যারিয়ার ছাড়তেও রাজি ছিলেন। তবে রণবীর ক্যাটরিনার সঙ্গে জড়িয়ে পড়ায় দীপিকার সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়। দীপিকার সঙ্গে প্রতারণার কথা এক সময় প্রকাশ্যে স্বীকারও করে নিয়েছিলেন রণবীর কাপুর। এমনকি শোনা যায়, তার সঙ্গে সম্পর্ক ভাঙার পর শুধুমাত্র রণবীর নামেই রণবীর সিংয়ের কাছাকাছি আসেন দীপিকা।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...