শপথ নিতে পারেন গণফোরামের নির্বাচিতরা, ইঙ্গিত ড. কামালের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে নির্বাচিতদের সংসদে যাওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলের সভাপতি ড. কামাল হোসেন।আজ শনিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডের শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।এ সময় ড. কামাল বলেন, গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন কি না তা এখনো চূড়ান্ত হয়নি। তবে তাদের  সংসদে যাওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।নির্বাচনে গুরুতর অপরাধের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জাতীয় ঐক্যফ্রন্টের এই আহ্বায়ক।গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ৮৯ হাজার ৭৪২ ভোট পেয়ে বিজয়ী হন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত গণফোরাম প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। তার প্রতিদ্বন্দ্বী মহাজোটের শরিক যুক্তফ্রন্টের প্রধান দল বিকল্প ধারার প্রার্থী এম এম শাহীন পেয়েছেন ৭৭ হাজার ১৭০ ভোট।এছাড়া সিলেট-২ আসনে গণফোরামের নিজস্ব প্রতীক ‘উদীয়মান সূর্য’ নিয়ে জয়ী হন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত গণফোরামের প্রার্থী মোকাব্বির খান।