শুরু বিপিএল মহারণ, ব্যাটিংয়ে মাশরাফীরা

চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্স ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের  (বিপিএল) ৬ষ্ঠ আসর।  আজ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেনে চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় ম্যাচটি শুরু হয়। এবারের বিপিএলে বসেছে তারার হাঁট। সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক স্মিথ ও ওয়ার্নার হতে শুরু করে আফ্রিদি-অ্যন্ড্রু রাসেল মাতাবেন বিপিএল। চিটাগং ভাইকিংসে অন্যতম আকর্ষণ মোহাম্মদ আশরাফুল। বিপিএল দিয়েই যিনি ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন সেই বিপিএল দিয়েই ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে।