সিরাজগঞ্জে পিকআপভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ৩

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐলে ট্রাকের ধাক্কায় একটি পিকআপভ্যানে থাকা চালকসহ তিনজনই নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম বলেন, শনিবার ভোর রাতে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পিকআপভ্যানটি ঝাঐলে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক এসে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি রাস্তার উপর পড়ে দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই চালকসহ তিন যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে।