অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মঈনুদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার ভোরে কুষ্টিয়ার ইবি থানার পশ্চিম আব্দালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের পর পশ্চিম আব্দালপুরের আওয়ামী লীগ নেতা আব্দালপুর ইউনিয়নের চেয়ারম্যান স্বপন মাস্টার গ্রুপের সঙ্গে একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গ্রুপের মধ্যে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। আজ ভোরে স্বপন মাস্টারের চাচাতো ভাই জোয়াদ আলীর ছেলে মঈনুদ্দিন তাদের বাড়ির সামনের কাঁচাবাজারে যায়। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা মোস্তফা গ্রুপের লোকেরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মঈনুদ্দিনকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ইবি থানা পুলিশ মঈনুদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, পরিস্থিতি নিয়ন্ত্র্রণে আনতে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ২০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...