জয়ার আর্তনাদ!

বেঁচে থাকার জন্য সবার কাছে সাহায্য চাইছেন জয়া আহসান। আবার আত্মহত্যা করার হুমকিও দিচ্ছেন তিনি। কিন্তু কেন? জানতে হলে অপেক্ষা করতে হবে, পুরো ছবির জন্য। জয়ার এই আর্তনাদ শোনা গেলো সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের ছবি ‘বৃষ্টি তোমাকে দিলাম’-এর ট্রেইলরে। সম্প্রতি ইউটিউবে অর্ণব পাল পরিচালিত এ ছবির ট্রেইলর অবমুক্ত করা হয়েছে। ১ মিনিট ৩০ সেকেন্ডের এই ভিডিওতে দেখা গেছে, জয়ার চোখে-মুখে ভয় ও বিষন্নতার ছাপ।‘বৃষ্টি তোমাকে দিলাম’ ছবি প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘ছবিতে আমি স্প্লিট পারসোনালিটি ডিসঅর্ডারের রোগী। ডাক্তারের পরামর্শে বাইরে ঘুরতে যাই। সেখানে এক দুর্ঘটনায় জড়িয়ে পড়ি। এ ঘটনায় আমাকে আদালত পর্যন্তও যেতে হয়। এমনই এক রহস্যময় গল্পে ছবিটি নির্মাণ করা হয়েছে। আশা করি, সবার তা ভালো লাগবে।’নারীকেন্দ্রিক এ ছবিতে জয়া আহসান অভিনয় করেছেন বৃষ্টি চরিত্রে। ছবিতে আরও অভিনয় করেছেন বলিউড অভিনেতা সুব্রত সাহা, চিরঞ্জিত চক্রবর্তী, সুব্রত দত্ত, রজতাভ দত্ত, বাদশা মৈত্র, রাজেশ শর্মা, সঞ্জীব সরকার, নিমাই ঘোষ, সোনালি চট্টোপাধ্যায়, তনুশ্রী চট্টোপাধ্যায় প্রমুখ।