বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ষ্ঠ আসরের দ্বিতীয় দিনের খেলা চলছে। মাঠে লড়ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সিক্সার্স। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় ম্যাচটি শুরু হয়। দুই দলের মধ্যেই বিশ্ব ক্রিকেটের নামকড়া তারকারা থাকলেও গ্যালারি একদম ফাঁকা। কুমিল্লায় খেলছেন তুমুল জনপ্রিয় পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। আছেন অষ্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথ। এ ছাড়া উইন্ডিজ হার্ডহিটার ব্যাটসম্যান এভিন লুইস, পাকিস্তানের শোয়েব মালিক। এ ছাড়া দেশি ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল-ইমরুল কায়েসও আছেন কুমিল্লায়। অন্যদিকে সিলেটে তারকা ভরপুর না হলেও দলে রয়েছে ভারসাম্য। সিলেটের নেতৃত্বে আছেন অস্ট্রেলিয়ায়র সাবেক সহ-অধিনায়ক ডেবিড ওয়ার্নার। যিনি আইপিএলে সানরাইজার্স হায়দারবাদকে চ্যাম্পিয়ন করেছেন। এ ছাড়া লিটন দাস, তাসকিন আহমেদসহ নেপালের উদীয়মান ক্রিকেটার সন্দীপ লামিচানে। প্রযুক্তিতেও এবার বিপিএল অন্যবারের তুলনায় আকর্ষণীয়। শেরে বাংলার আকাশে ঘুরছে স্পাইডার ক্যামেরা। এ ছাড়া সম্প্রচারেও এসেছে নতুনত্ব। তবুও দর্শকদের আকর্ষণ করতে পারেনি বিপিএল-২০১৯। প্রথম দিনের খেলায় সন্ধ্যার দিকে কিছু দর্শক দেখা গিয়েছিল। তবে আজকের খেলায় তাও নেই। মাঠের বাহিরে কথা হয় এক দর্শকের সঙ্গে। মাঠে এসেছেন আফ্রিদি-স্মিথদের দেখতে। তবে তিনি মর্মাহত বিপিএলের মান নিয়ে। প্রথমেই দায়ী করেন লো-স্কোরিং নিয়ে। এই দর্শক বলেন, ‘কী খেলা দেখব, মাঠে ঢুকতে ঢুকতেই দেখা যায় চার-পাঁচ উইকেট নেই। এমন খেলা কেউ দেখতে চাইবে?’ উল্টো প্রশ্ন রেখে গেলেন! টি-টোয়েন্টি মানেই ধুন্ধুমার মার। চার-ছক্কার ঝনঝানিতে মুখরিত থাকবে মাঠ এমনটাই আশা করেন দর্শকরা। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা জানান, ধীরে ধীরে দর্শকরা মাঠমুখি হবেন। সবেতো বিপিএল শুরু হলো। সময় বলে দিবে বিপিএল টানবে কিনা দর্শকদের!
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...