দীপিকার ‘প্রাক্তন’ প্রেমিক ছিলেন যারা

দীর্ঘ ছয় বছরের প্রেমের পর জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতপাকে বাঁধা পড়েন বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।  তাদের রসায়ন বরাবরই আলোচিত মিডিয়ায়।  কিন্তু রণবীরের সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে দীপিকা কার কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন জানেন কি?জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৫ সালে অভিনয় শেখার সময় মুম্বাইতে আসেন দীপিকা।  ওই সময়ই নিহার পান্ডিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি।  টানা তিন বছর টিকে থাকে তাদের প্রেমের সম্পর্ক। তবে দীপিকা মডেলিং শুরু করার পর ক্রমশ দূরত্ব বাড়তে শুরু করে তাদের মধ্যে এবং শেষে সম্পর্কের ইতি টানেন তারা। নিহার পান্ডিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ‘বিগ বস’ প্রতিযোগী উপেন প্যাটেলের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে দীপিকার।  শোনা যায়, উপেনের সঙ্গে মডেলিং করার সময়ই সম্পর্ক গড়ে ওঠে তার।  কিন্তু উপেনই নাকি ওই সময় সম্পর্ক নিয়ে খুব একটা মাথা ঘামাননি।  ফলে ইন্ডাস্ট্রিতে দীপিকার দ্বিতীয় সম্পর্কেরও বিচ্ছেদ ঘটে। ক্রিকেটার যুবরাজ সিং এর সঙ্গেও এক সময় সম্পর্কে জড়ান দীপিকা।  বলিউডের সঙ্গে ২২ গজের সম্পর্ক প্রায়শই সংবাদমাধ্যমের পাতায় উঠে আসে। সেই অনুযায়ী, দীপিকার সঙ্গে যুবরাজের সম্পর্কও সর্বোজনবিদিত।  কিন্তু কোনো এক অজানা কারণে যুবরাজের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় এই অভিনেত্রীর। মডেলিংয়ের সময়ে ভারতীয় ব্যবসায়ী বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান দীপিকা।  মালিয়ার সংস্থা কিংফিশারের ক্যালেন্ডার গার্ল ছিলেন এই অভিনেত্রী।  ওই সময়ই নাকি সিদ্ধার্থের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি।  শুধু তাই নয়, আইপিএল-এর ম্যাচ চলাকালীন সিদ্ধার্থ-দীপিকার ঘনিষ্ঠ ছবিও ক্যামরায় ধরা পড়ে।  তাদের বিয়ে নিয়েও এক সময় গুঞ্জন শোনা যায়। কিন্তু শেষ পর্যন্ত এ সম্পর্কটিও টিকলো না দীপিকার।অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে দীপিকার সম্পর্ক বহু আলোচিত।  ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির শুটিংয়ের সময় থেকেই রণবীরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে পেজ থ্রি-র পাতা সরগরম হয়ে ওঠে।  দীর্ঘ তিন বছরের সম্পর্কের ইতি ঘটান ক্যাটরিনা কাইফ।  দীপিকার সঙ্গে সম্পর্কে থাকাকালীন ক্যাটের সঙ্গে রসায়ন ঘটে রণবীরের।  বিষয়টি জানতে পেরে খুব ভেঙ্গে পড়েন দীপিকা।  এর পরই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী।রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর ‘রামলীলা’ ছবিতে কাজ করার সময় সহ অভিনেতা রণবীর সিং থেকে সরাসরি প্রেম নিবেদন পান দীপিকা। যদিও রণবীরের প্রস্তাবে প্রথমে সম্মতি জানাননি দীপিকা।  পরে ক্রমশ তাদের বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেই বন্ধুত্বই পড়ে ভালোবাসা থেকে বিয়ে পর্যন্ত গড়িয়ে যায়।