মঙ্গলবার সৈয়দ আশরাফের বাসভবনে মিলাদ

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় আগামী ৮ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৫টায় তার ২১ বেইলি রোডস্থ সরকারি বাসভবনে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। 

শনিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণের জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার রাত দশটার দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আশরাফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।