মন্ত্রিত্ব পাচ্ছেন যারা

একাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভায় থাকছেন ৪৬ সদস্য। এর মধ্যে পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন এবং উপমন্ত্রী হচ্ছেন তিন জন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে শপথ নেবেন মন্ত্রিসভার নতুন সদস্যরা।

মন্ত্রিপরিষদের নতুন সদস্যরা হলেন-

মন্ত্রী : ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খাঁন কামাল, মোহাম্মাদ হাছান মাহমুদ, টিপু মুনশি, বীর বাহাদুর ঊশৈসিং, আ হ ম মোস্তফা কামাল, এম এ মান্নান, সাইফুজ্জামান চৌধুরী, ডা. দীপু মনি, আবদুর রাজ্জাক, গোলাম দস্তগীর গাজী, তাজুল ইসলাম, নুরুল মজিদ মাহমুদ হুমায়ন, জাহিদ মালেক, সাধন চন্দ্র মজুমদার, নূরুজ্জামান আহমেদ,  মো. নুরুল ইসলাম সুজন, স্থপতি ইয়াফেস ওসমান, মোস্তফা জব্বার, মো. শাহাব উদ্দিন,  শ ম রেজাউল করিম, ড. আবুল মোমেন, আ ক ম মোজাম্মেল।

প্রতিমন্ত্রী : কামাল আহমেদ মজুমদার, ইমরান আহমেদ, জাহিদ আহসান রাসেল, নসরুল হামিদ,  মো. আশরাফ আলী খান খসরু, বেগম মন্নুজান সুফিয়ান, খালিদ মাহমুদ চৌধুরী, মো. জাকির হোসেন, মো. শাহরিয়ার আলম, জুনাইদ আহমেদ পলক, ফরহাদ হোসেন, স্বপন ভট্টচার্য, জাহিদ ফারুক, মো. মুরাদ হাসান, শরীফ আহমেদ, কে এম খালিদ, ডা. মো. এনামুর রহমান, মো. মাহবুব আলী, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

উপমন্ত্রী : এ কে এম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী এবং বেগম হাবিবুন নাহার।