২০৬ বছর ধরে ফরাসি সম্রাট নেপোলিয়নের স্বর্ণভা-ারের সন্ধান করা হচ্ছে। সম্প্রতি ভায়াচেসলাভ রিজকোভ নামের এক রাশিয়ান বিজ্ঞানী দাবি করেছেন, ৮০ টনের ওই স্বর্ণভা-ারের খোঁজ পাওয়া গেছে। নেপোলিয়ন বলেছিলেন, স্মোলেনস্ক এলাকার সেমলেভো বা নেপোলিয়ন লেকে স্বর্ণ রয়েছে। তবে রিজকোভের দাবি, সেমলেভো নয়, সম্রাট এই জায়গা থেকে ৪০ মাইল দূরে লুকিয়ে রাখেন এগুলো। এই স্বর্ণ রয়েছে লেক বোলশায়ায়।ইতিহাসবিদদের দাবি, ৪০০টি ওয়াগন ভর্তি স্বর্ণ নেপোলিয়নের ৫০০ জন ঘোড়সওয়ার ও ২৫০ জন এলিট ওল্ড গার্ডের প্রহরায় ছিল। নেপোলিয়ন নিজে এই গুপ্তধন ও স্বর্ণের সমাধিস্থ হওয়া দেখতে গিয়েছিলেন বলে জানান রিজকোভ। ডিসেম্বরের শীতে ওয়াগন ভর্তি স্বর্ণের সবটাই জলাশয়ে ফেলে দেওয়া হয়। ১৯৮০ সালে এই লেকে প্রচুর পরিমাণ রুপা মিলেছিল। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...