স্বাধীনতার পর এই প্রথম পূর্ণমন্ত্রী করা হয়েছে লালমনিরহাট-২ (কালিগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমদকে। পূর্ণ মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় চলছে খুশির আমেজ। সোমবার বিকেলে সমাজকল্যাণমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। নুরুজ্জামান আহমেদ কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদের একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। রবিবার নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই মধ্যে তাদের দফতরও বণ্টন করে দেয়া হয়েছে। প্রবীণ এই রাজনীতিবিদ ২০১৪ ও ২০১৮ সালে লালমনিরহাট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৯৯ হাজার ৯৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রোকন উদ্দিন বাবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৮৭৭ ভোট। নুরুজ্জামান আহমেদ লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম করিম উদ্দিন আহমেদ ছিলেন সাবেক এমপি। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের এই আসনটিতে জয়লাভ করে জাতীয় পার্টি। এদিকে, নুরুজ্জামান আহমেদ মন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়লে লালমনিরহাটবাসীর মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...