যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের চিফ অব স্টাফ কেভিন সুইনি পদত্যাগ করেছেন। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের যে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই নীতির সঙ্গে একমত না হওয়ায় সুইনির এ পদত্যাগ। এ নিয়ে একই ইস্যুতে পদত্যাগ করলেন পেন্টাগনের শীর্ষ তিন কর্মকর্তা। এ ছাড়া পদত্যাগ করেছেন ট্রাম্পের বিশেষ এক দূত। বিবিসি।১৯ ডিসেম্বর সিরিয়া থেকে মার্কিন বাহিনীকে পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প। তখন টুইটারে তিনি বলেন, ‘আমরা সিরিয়ায় আইএসকে পরাজিত করেছি। ট্রাম্পের প্রেসিডেন্সিতে শুধু আইএসকে হটানোর জন্যই তাদের সেখানে (সিরিয়া) রাখা হয়েছিল।’ এমন নীতি মেনে নিতে না পেরে গত মাসে পদত্যাগ করেন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাট্টিস। এ ছাড়া পদত্যাগ করেন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র ডানা হোয়াইট।এ দিকে সুইনি তার পদত্যাগপত্রে বলেছেন, ‘বেসরকারি খাতে ফিরে যাওয়ার এখনই সঠিক সময়।’ শনিবার জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি তার সহকর্মীদের কথা লিখেছেন। তিনি বলেছেন, এসব সহকর্মীর সঙ্গে কাজ করতে পারাটা তার জন্য সম্মানের। তবে পদত্যাগপত্রে ট্রাম্পের কথা উল্লেখ করেননি সুইনি।ম্যাট্টিস তার পদত্যাগপত্রে লিখেছিলেন, মিত্রদের সঙ্গে সম্মানজনক আচরণ করা উচিত। জনসাধারণের প্রতিরক্ষায় মার্কিন ক্ষমতার সবগুলো হাতিয়ার ব্যবহারের পক্ষপাতী তিনি। ম্যাট্টিস ট্রাম্পকে লিখেছিলেন, ‘এসব বিষয় এবং অন্যান্য ক্ষেত্রে যার দৃষ্টিভঙ্গি আপনার সঙ্গে বেশি ভালো মিলবে সে রকম একজন প্রতিরক্ষামন্ত্রী পাওয়াটা আপনার অধিকার। আমি বিশ্বাস করি, আমার সরে যাওয়া উচিত।’সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে একমত না হতে পেরে পদত্যাগ করেছেন ট্রাম্পের বিশেষ এক দূত ব্রেট ম্যাকগার্ক। তিনি জঙ্গিগোষ্ঠী আইএসকে দমনে মার্কিন নেতৃত্বাধীন জোটের জন্য প্রেসিডেন্টের বিশেষ দূত ছিলেন। তার পরিবর্তে নিয়োগ দেওয়া হয়েছে জেমস জেফ্রেকে। ট্রাম্পের এমন নীতির পর মিত্রদেশগুলোর মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। সে ভীতি কাটাতে গতকাল মধ্যপ্রাচ্যে গেছেন ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। এ দিকে ইয়াজিদি সম্প্রদায় ট্রাম্পের কাছে অনুরোধ জানিয়েছে, সিরিয়া থেকে যেন মার্কিন সেনা প্রত্যাহার করা না হয়।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...