পছন্দের মানুষকে বিয়ে করতে মুসলমান হয়ে শিরোনামে আসেন ভারতীয় টিভি সিরিয়ালের অভিনেত্রী দীপিকা কক্কর। এরপরই বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস-১২’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তিনি যেন এখন ধরাছোঁয়ার বাইরে। এবার তাকেই অ্যাসিড মারার হুমকি দিয়েছেন একই শোয়ের রানার্সআপ শ্রীসান্থের এক ভক্ত।জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিগ বসের ঘরে যতই দ্বন্দ্বই থাকুক না কেন ঘরের বাইরে দীপিকা-শ্রীসান্থ ভাই-বোন। তবে দীপিকা ‘বিগ বস’ জেতায় খুশি নন শ্রীসান্থের ভক্তরা। আর দীপিকার জয় নিয়ে শ্রীসান্থ ভক্তদের এই বিরক্তিই ভয়ানক জায়গায় পৌঁছেছে। দীপিকাকে সোশ্যাল সাইটে গালিগালাজ করার পাশাপাশি তার ওপর অ্যাসিড ছুঁড়ে মারা হুমকি দিয়েছেন এক ব্যক্তি।পুরো বিষয়টি নিয়ে ক্ষুব্ধ দীপিকার ভক্তরা মুম্বাই পুলিশকে টুইট করে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের আর্জি জানিয়েছেন।এদিকে নিজেদের জয়কে সেলিব্রেট করতে একসঙ্গে পার্টি করেছেন দীপিকা ও তার স্বামী শোয়েব ইব্রাহিম এবং শ্রীসান্থ ও তার স্ত্রী ভূবনেশ্বরী। সেই পার্টিতে শোয়ের অপর প্রতিযোগী করণবীর বোহরা সহ বিগ বস ১২-অন্যান্য প্রতিযোগীদেরও দেখা গেছে।‘বিগ বস’ জয়ী দীপিকাকে বোন বলে সম্বোধন করেছেন শ্রীসান্থ। তার জয়ের পর তাকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। বিগ বস-১২ এর প্রতিযোগীতে তিনি ‘বিগ বস’ পরিবার বলেও উল্লেখ করেছেন। দীপিকার প্রতি শ্রীসান্থের ব্যক্তিগত কোনো ক্ষোভ না থাকলেও তার ভক্তরা যে দীপিকার জয়ে বিন্দুমাত্র খুশি নয় তা বেশ বোঝা যাচ্ছে।