সাদুল্লাপুরে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শীত নিবারণে আগুনে পোহাতে গিয়ে সমস্তজান বেওয়া (৭০) নামে এক বৃদ্ধা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই এলাকার বাসিন্দা। নিহতের স্বজনেরা জানান, প্রচণ্ড শীতে সমস্তজান বেওয়া শীত নিবারণ করার জন্য নিজের রুমে কাঠখড়িতে আগুন জ্বালিয়ে আগুন পোহাতে থাকেন। এতে অসাবধানবশত তার গায়ের কাপড়ে আগুন ধরে। সে সময় ঘরে কেউ না থাকায় পুরো শরীরে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। রসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল করিম দুলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।