কাজে অধিকতর মনোযোগী হবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘অধিকতর মনোযোগী হবো, যে গুড গর্ভানেন্স যেটাকে বলে। অধিকতর মনোযগী হবো এবং এসব বিবেচনায় রেখেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ফেসেজ নিয়ে কেবিনেট সাজিয়েছেন।’ সুশাসনের কথা বললেও বিচারবিভাগ, নির্বাচন কমিশন বা স্বায়তশাসিত প্রতিষ্ঠানের স্বায়ত্বশাসন খর্বের ব্যাপারে তিনি বলেন, ‘দেখুন বাংলাদেশে আমরা তো শেখ হাসিনা সরকার, তার আগে বঙ্গবন্ধু সরকার মাত্র সাড়ে তিন বছর পাওয়ারে ছিল। আমরা পাওয়ারে আসলাম আফ্টার টোয়েন্টি ওয়ান ইয়ার, ২১ বছর পর ৯৬ থেকে ২০০১। নাইন্টি সিক্স থেকে টু থাউজেন্ড ওয়ান আমরা যেটা শুরু করলাম সেটা একেবারেই পণ্ড এবং পরিত্যক্ত হয়ে গেল ২০০১ সালের পর। আবারও আগের ধারায় ফিরে গে। আমি ওভাবে বলতে চাই না। তারপরও আবার আমরা আসলাম।’ কাদের বলেন, ‘চ্যালেঞ্জ তো এখানে আছেই। ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন হবে না। এটা আশা করেও লাভ নেই। আমাদের সমাজ ব্যবস্থা যারা আমরা দেশ চালাই এখানেও সমস্যা আছে। করাপশন ইজ অ্যা ওয়ে অব লাইফ, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীরই সমস্যা। বাংলাদেশ তো এর ব্যতিক্রম নয়।’ তিনি বলেন, ‘২১টা বছর এখানে যে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ। এই বিষবৃক্ষ ডাল-পালা বিস্তার করে ফেলেছে।’
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...