একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেনি, বরং গোটা জাতি তাদের প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ‘আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি। পার্লামেন্ট গঠন প্রত্যাখ্যান করেছি। সরকার গঠন পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছি। এজন্য এটা কখনোই জনগণ অ্যাপ্রুভ করে নাই। জনগণ ভোট দিয়ে এদেরকে নির্বাচিত করে নাই।’ এ সময় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান বিএনপির এই নেতা।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...