জন্মদিনে অঘোষিত সফরে বেইজিংয়ে কিম

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের আমন্ত্রণে অঘোষিত সফরে বেইজিংয়ে গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত স্ত্রীসহ কিম চীনে থাকবেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। এদিকে আজই কিমের জন্মদিন বলে জানা গেছে। পিইংইয়ং অবশ্য তার জন্মতারিখের বিষয়টি কখনও নিশ্চিত করেনি। বিবিসি খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় শীর্ষ বৈঠকের মধ্যস্থতার মধ্যেই উত্তরের শীর্ষ নেতার এ অঘোষিত বেইজিং সফরে আন্তর্জাতিক মহলেরও কড়া নজর রয়েছে। প্রথমবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার আগে গত জুনে শি চিনপিংয়ের সঙ্গে বসেন কিম। গতকাল সোমবার বিকেলে ধারণা করা হয়েছিল যে, কিম সম্ভবত চীন সফরে যাচ্ছেন। যখন দক্ষিণ কোরিয়ার ইউহাপ নিউজে বলা হয় উত্তর কোরিয়ার একটি ট্রেনকে সীমান্ত পার হতে দেখা গেছে। ডজন খানেক নিরাপত্তা কর্মকর্তা এবং যানবাহন সীমান্ত শহর ডানডংয়ের ট্রেন স্টেশনের চারপাশ ঘিরে ফেলেছিল। ডানডংয়ের হোটেলে থাকা অতিথিদেরও সীমান্তের কাছে ওইসব রুমে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এর পরে আজ মঙ্গলবার সকালে দুই দেশের গণমাধ্যম কিমের চীন সফর নিশ্চিত করে। সকালে কিমকে বহনকারী সবুজ এবং হলুদ রংয়ের ট্রেন বেইজিংয়ে পৌঁছায়। কিমের প্রথম চীন সফরেও একই ট্রেন ব্যবহার করা হয়েছিল। উত্তর কোরিয়ার জন্য চীন গুরুত্বপূর্ণ কূটনৈতিক সহযোগী এবং বাণিজ্য ও সাহায্যের প্রধান মাধ্যমগুলো একটি। উত্তর কোরিয়ায় প্রথম ছয় বছর নেতৃত্বকালীন শি চিনপিংয়ের সঙ্গে স্বাক্ষাৎ করেনি কিম। তবে গত বছর তিনবার চীন সফরে যায় কিম। কোনো সফরই আগে থেকে ঘোষিত ছিল না।