গ্রহণযোগ্য নির্বাচনের পরে পুঁজিবাজারে আস্থা ফিরেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী মোস্তফা কামাল। তাই বিনিযোগকারীদের ধৈর্য ধরে জেনে-বুঝে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। একাদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদে শপথ গ্রহণের পর আজ মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ে এ আহ্বান জানান অর্থমন্ত্রী। মোস্তফা কামাল বলেন, ‘পুঁজিবাজারে তারাই আসবেন যারা শিক্ষিত, যারা পুঁজিবাজার বোঝে। এটার প্যাটার্ন অ্যান্ড ট্রেনিং সম্পর্কে জানতে হবে। এটি বার বার বুঝতে হবে। একদিন-দুদিনের জন্য কিছু পেলে সেটা নিয়ে চলে যাবে। কিন্তু পুঁজিবাজার তো একদিন-দুদিনের জন্য নয়। ’অর্থনীতি চাঙ্গা করতে বিদেশি বিনিয়োগকারীদের সুযোগ দেওয়ার হবে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, ‘পাচার হওয়া অর্থ দেশে এনে বিনিয়োগের সুযোগ দেওয়া হবে।’এ সময় খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল খোঁজারও তাগিদ দেন মোস্তফা কামাল। অনুষ্ঠানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানরা ফুল নিয়ে নতুন মন্ত্রীকে অভিনন্দন জানান।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...