পরিবারে ছেলে সন্তান চাই-ই চাই। প্রতিবারই এই দাবি করে আসছিল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। এর জেরে পর পর সাত মেয়ে সন্তানের জন্ম দেন এক নারী। এর পর আরও দুবার গর্ভধারণ করেছিলেন তিনি। কিন্তু ছেলে নয় জেনে দুবারই গর্ভপাত করানো হয়। তবে ১০ বারের বেলায় গর্ভধারণ করে আর শেষ রক্ষা হয়নি। নিজের জীবনটাই হারাতে হয়েছে ওই নারীকে। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের বিড জেলায়। ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, মোদির ডিজিটাল ইন্ডিয়ার এটাও একটা দিক। যেখানে পরিবারের পুত্র সন্তানের চাহিদা মেটাতে গিয়ে প্রাণ গেল বধূর। ওই নারীর নাম মীরা এখান্ডে। ছেলেই চাই প্রতিবারই-এর জেরে পর পর সাতটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছিলেন মীরা। এদের মধ্যে এক মেয়ের মৃত্যু হয়েছে অপুষ্টিতে। এর পর আরও দুবার গর্ভধারণ করে গর্ভপাত করানো হয়। তার পরও ছেলের দাবি মিটছিল না। শেষে ১০ বারের মতো বার গর্ভবতী হয়েছিলেন মীরা। কিন্তু ৩৮ বছর বয়সে ধকলটা আর নিতে পারেননি তিনি। গত শনিবার মাজলগাঁওয়ের সদর হাসপাতালে ভর্তি করা হলে মৃত পুত্র সন্তান প্রসব করেন মীরা। সন্তানের সঙ্গে সঙ্গে তিনি নিজেও আর বাঁচেননি। অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত্যুর অভিযোগ দায়ের করে মীরার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...