প্রেমের ক্ষেত্রে ৫০-এর নারীরা ‘বেশি বয়স্ক’

৫০ বছর বা তার বেশি বয়সী নারীর সঙ্গে প্রেমকে অসমর্থন করে এর সমালোচনা করেছেন এক ফরাসি লেখক। ইয়ান ময়েক্স নামে ওই লেখক মারি ক্লায়ার ম্যাগাজিনকে জানান,তিনি ওই বয়সী নারীরা ‘খুবই বয়স্ক’। ‘আমি পছন্দ করি কম বয়সী নারীর শরীর, যা সবাই করে। এটাই শেষ কথা। ২৫ বছর বয়সী নারীর শরীর অসাধারণ। ৫০ বছর বয়সী নারীর শরীর অসাধারণ নয়’ বলেন তিনি। এদিকে তার এমন নেতিবাচক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ওই মন্তব্যের ওপর কমেন্ট করতে থাকে একের পর এক। মেরিনা ফোইজ নামে ফ্রান্সের এক কমেডিয়ান পরিহাস করে টুইট করেছেন, কারণ তিনি ৪৯ বছরে মোড়ে নিচ্ছে। লেখকের সঙ্গে রাত কাটাতে তার মাত্র ‘এক বছর এবং ১৪ দিন’ আছে। উপহাস করে আরেক টুইটার ব্যবহারকারী বলেছেন, ৫০ বছরের নারীরা সাধারণত ‘দীর্ঘশ্বাস ফেলে বাঁচেন’। অন্য আরেকজন ঠাট্টার ছলে প্রশ্ন করেছেন, ‘৫০ বছরের কম বয়সী নারীরাও কি আপনার কাছে অদৃশ্য হতে পারে?’ অন্যদিকে ৫০ বছর বয়সী অনেক নারী তাদের ছবি পোস্ট করে শরীর প্রদর্শনের মাধ্যমে আত্মবিশ্বাসের সঙ্গে এর বিরোধিতা করেছেন।