উন্নত চিকিৎসার জন্য নিউইয়র্কের প্রেসবাইটেরিয়ান নামে একটি হাসপাতালে ভর্তি আছেন খ্যাতনামা নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ। সেখানে কাজী হায়াতের সঙ্গে আছেন তার স্ত্রী এবং ছেলে চিত্রনায়ক কাজী মারুফ। নিউইয়র্ক বসে দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চাইলেন মারুফ। মঙ্গলবার মারুফ তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেন- ‘এখন থেকে ১২ অথবা ১৪ ঘণ্টা পর এনজিওগ্রাম করা হবে। আমার আব্বার ব্রেইনে দেখা হবে কতখানি ব্লক আছে। আমি অনুরোধ করব, সবাই দোয়া করবেন যেন সার্জারি করার উপযুক্ত থাকে এবং উনি পূর্ণ সুস্থতা ফিরে পাক।’মারুফ আরও লিখেছেন- ‘শেষ ২৪ ঘণ্টা আমার জন্য অনেক কষ্টকর ছিল। আমি খুব অসহায় অনুভব করছিলাম। যদিও বাবার চিকিৎসার জন্য এখানকার বিশ্বসেরা স্বনামধন্য চিকিৎসকরা কাজ করছেন। আমার বাবার বিরুদ্ধে একটা কথা শুনতাম সব সময়, আমার আব্বা অনেক রাগী। যাদের ওপর রাগ করত, তাদের হয়তো ভালোওবাসত কোনোভাবে। আমার আসলে কিছু ভালো লাগছে না। জানি না কেন আজ জীবনে প্রথমবার খুব অস্থিরতা অনুভব করছি।’উল্লেখ্য, ঘাড়ের একটি রক্তনালী ব্লক হওয়ার কারণে গত বছর ২২ ডিসেম্বর নিউইয়র্কে নেওয়া হয় কাজী হায়াৎকে। এর আগে, গত বছরের মার্চে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে একবার চিকিৎসা নেন কাজী হায়াৎ। ২০০৪ সালে গুণী এই নির্মাতার হৃৎপিণ্ডে দুটি রিং বসানো হয় এবং ২০০৫ সালে ওপেন হার্ট সার্জারি করা হয়। গত বছরের জানুয়ারিতে আবারও অসুস্থ হয়ে পড়েন প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতা। গত বছর প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি ১০ লাখ টাকা অনুদানও পান।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...