নির্বাচনে ভারাডুবির পর একের পর এক বৈঠক করছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। সেই ধারাবাহিকতায় আজ মঙ্গবার বিকেলে আবারও বৈঠকে বসছেন তারা। ড. কামাল হোসেনের বেইলি রোড়ের বাসবভনে বিকেল ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।বৈঠকে পুনর্নির্বাচনের দাবিতে নতুন ধরণের কর্মসূচির ব্যাপারে আলোচনা করা হতে পারে বলে জানিয়েছে ঐক্যফ্রন্টের একটি সূত্র। তবে কোনো কঠোর কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা নেই বলেও জানা গেছে একই সূত্র থেকে। ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত থাকবেন জোটটির মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ জোটের শীর্ষ নেতারা।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...