বিএনপি তাদের রাজনৈতিক কৌশল যতই প্রয়োগ করছে ততই ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিএনপি প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘প্রথম কথা বলতে হয় যে, তারা একটা রাজনৈতিক দল। তাদের রাজনৈতিক কৌশল রয়েছে। তারা এই কৌশলগুলো একে একে প্রয়োগ করছে এবং যতই প্রয়োগ করছে ততই তারা ব্যর্থ হচ্ছে একের পর এক এবং তারা জনবিচ্ছিন্ন হচ্ছে।’তিনি আরও বলেন, ‘গতবারও তারা (বিএনপি) এই সন্ত্রাস, অগ্নি সন্ত্রাসের রাজনীতি শুরু করেছিল, সেইটায় তারা ব্যর্থ হয়েছিল এবং জনগণের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবারও যদি এই ধরনের কিছু করতে চায় তারা আবারও জনবিচ্ছিন্ন হবে।’‘তবে তারা যেহেতু একটা দল, তাদের রাজনৈতিক কৌশল থাকতে পারে সেগেুলো করবেই। কিন্তু এই দেশের মানুষ সন্ত্রাস, জঙ্গিবাদ, অগ্নিসন্ত্রাস-যেটাই বলুন এদেশের মানুষ এগুলো পছন্দ করে না’ বলেও জানান স্বারাষ্ট্রমন্ত্রী। এ সময় নিরাপত্তার বিষয়ে কামাল বলেন, ‘নিরাপত্তার বিকল্প কিছু নেই। জনগণের নিরাপত্তার সাথে সাথে ব্যবসা-বাণিজ্য সবকিছুর, এ দেশের নিরাপত্তার এদেশের শান্তি শৃঙ্খলা সবই রক্ষা করতে হবে, না পারলে আমরা সেই জায়গা থেকে হারিয়ে যাব।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার নিয়ে মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যেই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, সেটা বাস্তবায়নের জন্য আমাদের যেগুলো চলমান যেগুলো প্রজেক্ট রয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য আমাদের যা যা করণীয় আমরা করব।’