অতীতে হজ নিয়ে অনেক অনিয়ম-দুর্ভোগের অভিযোগ উঠেছে জানিয়ে নতুন ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আশ্বস্ত করেন, ভবিষ্যতে হজ নিয়ে আর কোনো অনিয়ম হতে দেবেন না।আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে মন্ত্রণালয়ে পৌঁছানোর পর ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।হজে গিয়ে দুর্ভোগের শিকার হয়েছিলেন জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, ‘ভুক্তভোগী হিসেবে আমি জানি সেখানে (হজে) কী করতে হবে। আল্লাহর রহমতে হজে আর কোনো অনিয়ম হতে দেব না।’তিনি বলেন, ‘হজ নিয়ে অতীতে অনেক অভিযোগ উঠেছিল, সেগুলো যেন ভবিষ্যতে আর না উঠে সেসব ব্যবস্থা আমি ভবিষ্যতে নিশ্চিত করবো। সুন্দরভাবে যেন মানুষ হজ পালন করতে পারেন বিষয়টি আমি নিশ্চিত করবো। সবার কাছে গ্রহণযোগ্য ও নিষ্কণ্টক হজ উপহার দেব।’ধর্মনিরপেক্ষতা শব্দটির অনেকেই অপব্যাখ্যা করেন উল্লেখ করে মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে সব ধর্মই সমান। সবাই সবার ধর্ম পালন করবে।’ধর্ম মন্ত্রণালয়ের চলমান উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন ধর্মমন্ত্রী।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...