লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্যদিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন বিদ্যা সিনহা মিম। সেটা ২০০৭ সালে। এরপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে। অভিনয়ের সুবাদে তিনি পৌঁছে গেছেন জনপ্রিয়তার র্শীষে। সেই মিম এত বছর পর আবার অংশ নিচ্ছেন প্রতিযোগিতায়! বিস্ময় জাগাটাই স্বাভাবিক। তবে বাস্তবে নয়, ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ ওয়েব সিরিজে একজন প্রতিযোগী হিসেবে দেখা যাবে জনপ্রিয় এই মডেল-অভিনেত্রীকে। বিদ্যা সিনহা মিম বলেন,‘এবারই প্রথম এ ধরনের চরিত্রে অভিনয় করছি। গল্পটি দারুণ, তাই অভিনয় করা। আশা করি, দর্শক ভিন্ন এক মিমকে দেখবে।’ মিম আরও বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, ওয়েব সিরিজে কাজ করব না। পরে দেখলাম, দর্শক ওয়েব সিরিজের দিকেই ঝুঁকছে। ভারত ও আমাদের দেশের অনেক তারকা শিল্পীই এখন ওয়েব সিরিজে কাজ করছেন। তাই সিদ্ধান্ত পাল্টেছি।’‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ নির্মাণ করছেন অনিমেষ আইচ। এর গল্প লিখেছেন মারুফ রেহমান। এদিকে, গত ২৬ ডিসেম্বর কলকাতার ছবি ‘থাই কারি’র কাজ শেষ করেছেন। অঙ্কিত আদিত্যের পরিচালনায় এতে তার বিপরীতে আছেন সোহম। এ ছাড়াও সম্প্রতি শেষ করেছেন গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’র কাজ। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...