দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে রাস্তা করার জন্য বাজেট যার যার ইচ্ছে মতো করবো সেটা হয় না বলে মন্তব্য করেছেনিআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনাকালে আজ বৃহস্পতিবার দুপুর একটার দিকে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘দেশে যেটাই করা হবে আমাদের জনগণের স্বার্থ, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই করা হবে। আমরা দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে রাস্তা করার জন্য বাজেট যার যার ইচ্ছেমতো করবো, সেটা তো হয় না। একটা বরাদ্দ তো হতে হবে, যেটা বাজার রিজন্যাবল হতে হবে। রিজেন্যাবল বরাদ্দ এবং কোয়ালিটি কাজের নিশ্চয়তা থাকতে হবে। সেটা বিবেচনায় রেখেই আমরা কাজ করবো।’ শৃঙ্খলা না থাকলে বড় প্রকল্প করে লাভ নেই বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...