ঘাড় ও পিঠব্যথা

ঘাড় ও পিঠব্যথায় ভুগছেন অনেকেই। যারা অফিসে কম্পিউটারে কাজ করেন, তাদের এ সমস্যা বেশি হয়। কারণ ঘণ্টার পর ঘণ্টা কাজ করে যাওয়া। রোগটির নাম সার্ভিকাল স্পন্ডিলোসিস। আমাদের মেরুদ- গঠিত হাড়, মাংশপেশি, হাড়ের জোড়া ইত্যাদি নিয়ে। সার্ভিক্যাল স্পন্ডিলোসিসে হলো একটি বয়সজনিত রোগ। স্পন্ডিলোসিসের পরিবর্তন শুরু হয় বয়স ৪০ পার হওয়ার পর থেকে। নারী-পুরুষ উভয়ই এ রোগে ভুগতে পারেন। সাধারণত ঘাড় সামনে ঝুঁকিয়ে কাজ করতে হয়Ñ এমন সব পেশার মানুষের এ রোগটি বেশি দেখা যায়। ঘাড়ের ঝাঁকুনি হয়Ñ এমন পেশা, যেমনÑ নর্তকী, মোটরসাইকেল বা সাইকেলে চলাচল করতে হয় এমন পেশা ইত্যাদি। রোগীর ঘাড়ে আঘাতের ইতিহাস থাকে অনেক ক্ষেত্রে। এ রোগের উপসর্গ হলোÑ ঘাড়ব্যথা অনেক সময় কাঁধ থেকে উপরের পিঠে, বুকে, মাথার পেছনে বা বাহু হয়ে হাত পর্যন্ত ছড়িয়ে পড়ে। ঘাড় থেকে হাতে নেমে আসা স্নায়ুর ওপর চাপ পড়লে পুরো হাতেই ব্যথা হতে পারে। এ রোগের মারাত্মক দিক হলোÑ স্পাইনাল কর্ডের ওপর চাপ। হাত পায়ে দুর্বলতা, হাঁটতে অসুবিধা হতে পারে। পায়খানা-প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, ব্যথা ইত্যাদি হতে পারে। চিকিৎসার ক্ষেত্রে ব্যথার ওষুধ, মাংশপেশি শিথিল করার ওষুধ, দুশ্চিন্তা কমানোর ওষুধ সেবনের প্রয়োজন হয়। ফিজিওথেরাপি দিতে হয়। মেনে চলতে হয় চিকিৎসকের উপদেশও। ঠিকঠাকভাবে সব কিছু পালন করলে ব্যথা দূর হয়ে যায়।লেখক : ব্রেইন অ্যান্ড স্পাইনাল সার্জন সহযোগী অধ্যাপক, নিউরো সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়০১৭২০০৪৪৩১৩, ০১৭১৯৯৬৭১৬৪