চলতি মাসেই ভিয়েতনামে ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়া নেতা কিম জং উনের মধ্যে প্রত্যাশিত দ্বিতীয় বৈঠকটি ভিয়েতনামে অনুষ্ঠিত হবে।  চলতি মাসের শেষের দিকে বৈঠকটি হবে বলে গতকাল শুক্রবার জানিয়েছেন মার্কিন ঊর্ধ্বতন এক কর্মকর্তা।সিএনএর প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠকটির জন্য ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভিয়েতনামের উপসাগরীয় শহর দা নংয়ে শীর্ষ এ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে গত ১৭ জানুয়ারি উত্তর কোরিয়ার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ণগঠনের পরিকল্পনা প্রকাশ করে ট্রাম্প। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি কিম। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রেখেই সম্পর্ক উন্নয়নে আলোচনা অব্যাহত রাখবে ওয়াশিংটন। এর আগে গত বছরের ১২ জুন সিঙ্গাপুরে প্রথম বৈঠকে বসেছিলেন ট্রাম্প ও কিম। ওই বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করা হলে কিছুটা অগ্রগতি হয়। তখন এতে উত্তর কোরীয় উপদ্বীপকে পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং দুপক্ষের মধ্যে সমঝোতা নীতিসহ নানা বিষয় নিয়ে আলাপ-অলোচনা ও চুক্তি হয়। যদিও এর পর দুজনের মধ্যে আবারও চুক্তি বাস্তবায়ন নিয়ে দূরত্ব তৈরি হয়েছিল।