জাপাপ্রার্থী শাফিনের মনোনয়ন বাতিল, বৈধ প্রার্থী ৫

ঋণখেলাপি হওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী শাফিন আহমেদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাছাইয়ে পাঁচজন প্রাথীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য জানা গেছে। বাছাইয়ে বৈধ পাঁচ প্রার্থী হলেন- আতিকুল ইসলাম, আনিসুর রহমান দেওয়ান, ববি হাজ্জাজ, শাহীন খান এবং আব্দুর রহিম।